নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে তানভীর মৃধা (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত তানভীর ভোলার তজমুদ্দিন উপজেলার চাসনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি গুলশান কালাচাঁদপুর এলাকায় একটি মেসে থাকতেন।
তানভীরের চাচাতো ভাই মানসুর আহমেদ জানান, তার বাবা নুর মোহাম্মদ উত্তরায় থাকেন। গত দুই মাস আগে চাকরির জন্য ঢাকায় আসেন তানভীর। ঢাকায় কালাচাঁদপুরের একটি মেসে ওঠেন।
মানসুর আরও জানান, এক ভাই দুই বোনের মধ্যে তানভীর সবার বড়। দীর্ঘদিন বেকার ছিলেন তিনি। এ বিষয় নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে বৃহস্পতিবার গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে তানভীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।