বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

করোনা রোগী বাঁচাতে দিন-রাত লড়ছেন অভিনেতা আশীষ গোখলে

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২০৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : অভিনেতা আশীষ গোখলে। টিভি ধারাবাহিকের পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত গব্বর ইজ ব্যাক সিনেমায় অভিনয় করেছেন। তবে তার আরেক পরিচয় তিনি একজন চিকিৎসক। মহামারির এই সময়ে করোনা রোগী বাঁচাতে দিন-রাত লড়াই করছেন তিনি।

আশীষ জানান, তার বাবা-মা ও বোন চিকিৎসক। তাদের অনুপ্রেরণাতেই চিকিৎসক হয়েছিলেন। যদিও তার ইচ্ছা ছিল অভিনেতা হওয়া। পড়াশোনা শেষে বাবা-মায়ের অনুমতি নিয়ে স্বপ্নপূরণ করতে মুম্বাই পাড়ি জমান তিনি।

তবে অভিনয় ক্যারিয়ারের শুরুতে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে। দিনে অডিশন দিতেন আর রাতে হাসপাতালে রোগী দেখতেন। যখন অভিনয়ের সুযোগ পেলেন চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসা পেশা থেকে একবারে দূরে সরে যাননি। নিয়মিত ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকা রোগী দেখতেন। অনেক সময় এমন হয়েছে, সকালে শুটিং করেছেন এবং রাতে হাসপাতালে থেকেছেন।

গত ২৫ মার্চ হাসপাতাল থেকে ফোন পান আশীষ। এরপর চিন্তা করলেন, দেশ সেবার এটিই প্রকৃত সময়। তারপর থেকে ২৪ ঘণ্টা হাসপাতালে ডিউটি করছেন তিনি।

লকডাইনের সময়টাতে সবাইকে নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন আশীষ। কারণ এই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মী, পুলিশসহ অন্যদের অনেক ধকল সামলাতে হচ্ছে। তাই এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে লকডাউন মেনে চলতে হবে বলে মনে করেন তিনি। এই চিকিৎসক-অভিনেতা আরো জানান, ভারতের মানুষের ইমিউনিটি খুব শক্তিশালী। তাই ভয় পাবার কোনো কারণ নেই। সতর্কতা অবলম্বন করলেই কোভিড-১৯ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com