গাজীপুর প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা মঙ্গলবারও (২১ এপ্রিল) গাজীপুর মহানগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। ঢাকা-ময়শনসিংহ মহাসড়ক অবরোধ করে বেতন পরিশোধের দাবি জানায় গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় অমিতি সোয়েটার্স লিমিটেডের শ্রমিকরা।
বিক্ষোভকারী শ্রমিক ও স্থানীয়রা জানায়, ১২ এপ্রিল কর্তৃপক্ষ তাদের মার্চের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়। ওইদিন তারা মহানগরের ছয়দানা এলাকায় কারখানার গেটে তালা ঝুলতে দেখেন। নিরাপত্তা কর্মীদের মাধ্যমে তাদের ২১ এপ্রিল বেতন দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। কিন্তু আজও কোনও কর্মকর্তা কারখানায় আসেননি। শ্রমিকেরা সকাল ১০টা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়ক দুপুর একটা পর্যন্ত অবরোধ হয়ে থাকে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বেতন পরিশোধের ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা ঘণ্টা দেড়েক পর অবরোধ তুলে নেয়।
তিনি বলেন, ‘জেলার বিভিন্ন এলাকায় এখনও বেশ কয়েকটি কারখানার পোশাক শ্রমিকদের বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করতে হচ্ছে। করোনাভাইরাসের সময়টা আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। শ্রমিক বিক্ষোভে সামাজিক দূরত্ব বা সতর্কতা কোনোটাই রক্ষা হচ্ছে না।