বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭০ হাজার, আক্রান্ত ১২ লাখ ছাড়াল

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ১৬২ বার পঠিত

ডেস্ক: করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু যুক্তরাষ্ট্রে ফের বেড়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত দুই হাজার তিন’শ জনের। তাতে মোট মৃত্যু ৭০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ১২ লাখ!

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮ টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) পর্যন্ত চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ মৃত্যু হয়েছে ২,৩৩৩ জনের, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। সোমবার দেশটিতে মৃত্যু হয়েছিল ১,০১৫ জনের, যা ছিল এক মাসের মধ্যে সবচেয়ে কম।

করোনায় মৃত ও আক্রান্তের তালিকায় আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দুই হাজার ছাড়ানো নতুন মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১,০২২ জন! যা বিশ্বের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ।

বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ১১ লাখ ৮০ হাজার থেকে একদিনে আক্রান্ত এখন ১২ লাখ ৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ১ লাখ ৮৭ হাজারের কিছু বেশি।

বিশ্বে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৩৬ লাখ ৬২ হাজার; মৃত্যুর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ছুঁই ছুঁই।

মৃত্যুতে ইতালিকে পেছনে ফেলে দ্বিতীয়স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটির সরকারি তথ্যে মৃত্যুর সংখ্যা এখন ৩২,৩১৩ জন। দুই লাখ ছুঁই ছুঁই আক্রান্ত নিয়ে এই তালিকায় চতুর্থস্থানে আছে দেশটি।

মৃত্যু ও আক্রান্ত উভয় তালিকাতেই তৃতীয়স্থানে ইতালি। মৃত্যু ২৯ হাজার ৩০০, আক্রান্ত ২ লাখ ১৩ হাজার।

স্পেন মৃত্যুতে চতুর্থস্থানে ২৫ হাজার ৬০০; তবে আক্রান্তের তালিকায় এখনো দ্বিতীয়স্থানেই আছে দেশটি, ২ লাখ ১৯ হাজার।

পঁচিশ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স। আক্রান্তেও পঞ্চমস্থানে আছে দেশটি, ১ লাখ ৭০ হাজার।

আক্রান্তের হার লাফিয়ে বাড়ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে, প্রায় ৫০ হাজার। দেশটিতে মৃত্যু ১,৬৯৩ জন।

মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ১০,৯২৯ জন, মৃত্যু ১৮৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com