আনোয়ার হোসেন আন্নু, সাভার : করোনা ভ্ইারাস দুর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পরা হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের দুঃখ লাগবে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। এ পর্যন্ত সাভার পৌরসভা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কয়েক দফায় কয়েক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
গতকাল বিকেলে বিকেলে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাভারের সংসদ সদস্য, সরকারের ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক হতদরিদ্র, অসহায়,দুঃস্থ, কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, নিজ অর্থায়নে ৫৬ দিনে ত্রাণ সামগ্রী বিতরণ অর্থ শেষ হয়ে গেলে এ মাসের প্রথম দিকে ঘরের ৩ ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করে আবার খাদ্য সামগ্রী কিনে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন এই আওয়ামী লীগ নেতা।
মাসুদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিতেই এমন উদ্যোগ। করেনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় ও কর্মহীন মানুষের জন্য এ ধরনের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সাভার পৌর ও উপজেলায় সকল ওয়ার্ডে অসহায় ও কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।