নিউজ ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বলেন, করোনা বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে এ বৈঠক হবে। বৈঠকটি সীমিত পরিসরে হবে।
জাতীয় সংসদের একজন কর্মকর্তা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক রোববার। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে—১১তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, অগ্রগতি, কারোনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব সেবা দিচ্ছে- তা নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ সর্বশেষ হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক। এরপর আর কোনও সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি।