নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এবং তার স্ত্রী সানবিমস স্কুলের অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনায় আক্রান্ত হয়েছেন। সৈয়দ মঞ্জুর এলাহী বাসায়ই আছেন এবং ভালো আছেন। আর নিলুফার মঞ্জুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বলে জানিয়েছেন তাদের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর। এক টেক্সট মেসেজে তিনি এ তথ্য জানিয়েছেন। বাবা-মায়ের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সৈয়দ মঞ্জুর এলাহী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এই গ্রুপের চেয়ারম্যান। আর ছেলে নাসিম মঞ্জুর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।