নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী । সুস্থ হয়েছেন নয়জন। বাকি ৭০ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান এ তথ্য জানান।
মো. রায়হান বলেন, ‘আক্রান্তদের ১৪ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ২০ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, চারজন অধিদপ্তরের অফিস শাখার, আটজন সদরঘাট ফায়ার স্টেশনের, আটজন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ছয়জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, দুইজন ডি ই পি জেট ফায়ার স্টেশনের (সাভার), সাতজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুইজন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের চারজন ও ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।
আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম ও সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে এবং একজনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।