নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং অক্সিজেন চলছে।
চিকিৎসকদের বরাত দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন সোমবার (০৮ জুন) বিকেলে বলেন, ‘স্যারের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। নিউমোনিয়ার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, অক্সিজেনও চলছে। তিনি খাবার খেতে পারছেন।’
এর আগে গত শনিবার (০৬ জুন) রাতে গণস্বাস্থ্যের ফেসবুক পেজে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছিলেন কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ।
সে সময় তিনি লেখেন, ‘গতকাল রাতে (শুক্রবার) স্যারকে ডায়ালাইসিস দেওয়া হয়েছে এবং প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। আজ (শনিবার) আবারও ডায়ালাইসিস দেওয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস এর জন্য অক্সিজেন থেরাপি লাগছে।’
ডা. মনজুর কাদির বলেন, ‘আগে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতি সাপেক্ষে চিকিৎসক প্রতিদিন ওনার (ডা. জাফরুল্লাহ চৌধুরী) ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন।