বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নিরাপদ সড়ক দিবসে ইইউবি’র আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী আতিফ আসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত;স্টুডেন্ট এলায়েন্সের উদ্বেগ ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে সরকার বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন: আইন উপদেষ্টা নিজস্ব প্রতিশেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা সাগরে লঘুচাপ, দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির আভাস গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই – আমিনুল হক আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সিদ্ধান্ত নেবে সরকার: রিজভী শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার

যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩১২ বার পঠিত

যশোর প্রতিনিধি: যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক ফুটবল খেলোয়াড় বেলাল হোসেনের (৫৩) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আজ বুধবার ভোরে ৫টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া বুধবার যশোরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে একজনের মৃত্যু হয়েছে।

মৃত বেলাল হোসেনের বাড়ি অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে।

তার বড় ভাই অভয়নগর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়ার সম্পাদক আসলাম হোসেন জানান, গত ১৮ জুন বেলাল হোসেনের করোনা শনাক্ত হয়। ওই দিনই তিনি বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এছাড়া তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করাতেন।

আজ বুধবার রাতে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আসলাম হোসেন আরও জানান, বেলাল হোসেন নব্বই দশকের কৃতি ফুটবলার ছিলেন। তিনি সে সময় ঢাকায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স, আদমজি ও ধানমন্ডি ক্লাবে খেলেছেন। তিনি অভয়নগর ফুটবল উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন মৃত্যু আগ পর্যন্ত।

এছাড়া বুধবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ভর্তি এক রোগীর মৃত্যু হয়েছে।

ওই ওয়ার্ডের চিকিৎসক মবিনুল ইসলাম জানান, খালেক গাজী নামের এই রোগী এদিন ভোর সাড়ে ৫টার দিকে জ্বরে আক্রান্ত অবস্থায় হাসপাতালে আসেন। এ সময় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি নেয়া হয়। বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

মৃত খালেক গাজী যশোর সদরের চাউলিয়া গ্রামের বাসিন্দা।

বুধবার যশোরে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন এবং খুলনা মেডিকেল কলেজে ৮টি নমুনা পরীক্ষায় একজনের শনাক্ত হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com