ক্রীড়া ডেস্ক: ১২ মার্চ ২০২০, সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের কোন ম্যাচ উপভোগ করেছিল ফুটবল ভক্তরা। এরপর কেটে গেছে প্রায় পাঁচ মাস। এসময়ের মাঝে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস এসেছে। জনজীবনের মতো থমকে দিয়েছে ক্রীড়াঙ্গনকেও।
ফুটবলের অন্যান্য শীর্ষ লিগের মতো স্থগিত হয়ে গিয়েছিল ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগও। থেমে যাওয়া আসর আবার মাঠে ফিরবে কিনা? এমন প্রশ্ন লাখো-কোটি ভক্তের মনে ছিল লম্বা সময় ধরে। তবে সব জল্পনা-কল্পনা শেষে আজ থেকে আবার মাঠে ফিরছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ।
ঠিক যেখানে থমকে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগ, সেখান থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি। অর্থাৎ, শেষ ষোলোর বাকি চার ম্যাচ দিয়ে ফুটবল ভক্তদের সামনে আসছে চ্যাম্পিয়নস লিগ। আর পুনরায় মাঠে ফেরার দিনে মাঠে নামছে তিন হট ফেভারিট জায়ান্ট ক্লাব, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাস। চতুর্থ দল হিসেবে তাদের সঙ্গে শেষ ষোলোতে আজ সঙ্গ দিচ্ছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও।
এরমধ্যে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ ইতিহাদ স্টেডিয়ামে নামবে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করতে। রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। যে ম্যাচে মানসিকভাবে এগিয়ে থাকবে স্বাগতিক দল ম্যানসিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।
অপরদিকে নিজেদের মাঠে জয় ছাড়া কোনো বিকল্প নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসের। লিঁওর মাঠে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলের অপ্রত্যাশিত হার নিয়ে মাঠ ছেড়েছিল বিয়েঙ্কোরা। তবে আজ রাতে মাঠে নামার আগে জুভেন্টাসের পক্ষে কথা বলছে অতীত ইতিহাস। এছাড়াও চ্যাম্পিয়নস লিগের নক আউট ম্যাচে লিঁওর ব্যর্থতাও জুভেন্টাসকে আশা জোগাবে নিশ্চয়ই। জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্টিত হতে যাওয়া এই ম্যাচটিও শুরু হবে রাত ১টায়।