বিনোদন প্রতিবেদক: রাজধানীর বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যটি দীর্ঘদিন থেকে অযত্ন, অবহেলায় ছিল। আজ ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সময় এর একটি অংশ ভেঙে গেছে। এতে চলচ্চিত্রসংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন।
পরিচালক অপূর্ব রানা গন্যমাধ্যমকে বলেন, ‘কাজী নজরুল ইসলামের ভার্স্কযটি সরিয়ে নেওয়ার সময় আরো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। এমন মূল্যবান একটি ভাস্কর্যের প্রতি আমাদের যতটুকু যত্নবান হওয়া প্রয়োজন ছিল আমরা তা হইনি। এটা দুঃখজনক।’
এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সময় অসাবধানতাবশত ভেঙে গেছে। খুব দ্রুত আমরা এটি মেরামত করবো। আশাকরছি, কোনো সমস্যা হবে না।’
বিএফডিসির ৩ এবং ৪ নং ফ্লোর ভেঙে ফেলার কাজ চলছে। এর পেছনেই ছিল কবির ভাস্কর্য। অনেকেই জায়গাটিকে ‘নজরুল চত্বর’ বলেন। এফডিসির মূল গেইট থেকে একটু সামনে এগুলেই হাতের ডান পাশে এটি অবস্থিত। দীর্ঘদিন ধরেই ভাস্কর্যটি অরক্ষিত অবস্থায় ছিল। এর রং নষ্ট হয়ে গেছে অনেক আগেই। ভাস্কর্যটি সরিয়ে বর্তমানে ৮ নং ফ্লোরের পাশে রাখা হয়েছে। এটি ১৯৮৪ সালে তৈরি করেন ভাস্কর শামীম শিকদার।