জ্যেষ্ঠ প্রতিবেদক: অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন প্রশাসন ক্যাডারের আট কর্মকর্তা। তাদের ৭ জন দেশের বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। একজন কর্মরত রয়েছেন বাংলাদেশ রেলওয়েতে।
এছাড়া দুইজন অতিরিক্ত জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন ও বদলি করা কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১০ (২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার বেগম সাজিয়া পারভীনকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক, দিনাজপুর ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল আলম সুমনকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, জামালপুর মাদারগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিমকে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক, বরিশাল গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম ইসরাত জাহানকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক, পটুয়াখালীর দুমকী উপজেলার নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসকে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও চট্টগ্রামের মীরসরাই এর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনকে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সুহেল মাহমুদকে নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক ও জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদকে শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।