শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

উত্তাপ ছড়ানো আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র

  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: আক্রমণ-পাল্টা আক্রমণের রোমাঞ্চকর লড়াইয়ে পারল না কেউ। তবে মোহামেডানের মাহবুব আলমের ফাউল ও লাল কার্ডে উত্তাপ ছড়ালো বেশ। উন্মত্ত গ্যালারির তাণ্ডবে খেলাও বন্ধ থাকল দুই দফা। শেষ দিকে আবাহনী মরিয়া হয়ে উঠল বটে, কিন্তু পেল না জালের দেখা। শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মাঠ ছাড়ল পয়েন্ট ভাগাভাগি করে। শেষ দিকে আবাহনী মরিয়া হলেও গোলের দেখা পায়নি। প্রথম লেগে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান।

আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্রয়ে লিগে শীর্ষে থাকল মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আলফাজ আহমেদের দল। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মারুফুল হকের আবাহনী।

ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আক্রমণ না হলেও অষ্টম মিনিটে সুমন রেজার হেডটি পোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৩৯তম মিনিটে সুযোগ পেলেও বলের নিয়ন্ত্রণ হারিয়ে গোল মিস করেন মোহামেডানের আরিফ হাসান।

এর পরই মোহামেডান বড় ধাক্কা খায়। সুমন রেজাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মাহবুব আলম। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ছোড়া হয় ফ্লেয়ার ও অন্যান্য বস্তু, যার কারণে খেলা বন্ধ থাকে পাঁচ মিনিট। কিছুক্ষণ পর আবারও গ্যালারি থেকে বোতল ছোড়ায় খেলা বন্ধ থাকে আরও দশ মিনিট।

দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য করে আবাহনী। ৬৫তম মিনিটে সহজ এক সুযোগে গোল করতে ব্যর্থ হন মোহাম্মদ ইব্রাহিম। পরে দিয়াবাতের পাসে মোজাফ্ফরের শট যায় সাইড পোস্ট দিয়ে বাইরে। ৮০তম মিনিটে কর্নার থেকে সুমনের শট ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।

শেষদিকে রাফায়েলের হেড আটকে দেন তপু। সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com