নিউজ ডেস্ক: নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে বিপুল ভোটের ব্যবধানে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ (কংগ্রেসম্যান) নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি. খান।
গত মঙ্গলবারের এই নির্বাচনে সবচেয়ে বেশি তিন হাজার ৪৪৪ ভোট পেয়েছেন আবুল। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী প্যাট্রিয়া ও’ কেফ পেয়েছেন দুই হজার ৪৪৮ ভোট।
নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট রকিংহাম বরাবরই রিপাবলিকানদের দখলে। বাংলাদেশি-আমেরিকান আবুল বি খান এর আগে, টানা তিনবার স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন।
আটলান্টিক মহাসাগরের তীরের নিউ হ্যাম্পশায়ারে সিব্রুক সিটির সিলেক্টম্যান হিসেবেও তিনি ১২ বছর ধরে দায়িত্ব পালন করছেন। আবুল বি খানের জন্ম বাংলাদেশের পিরোজপুর জেলায় ভান্ডারিয়ায়। ১৯৮১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।