জানিয়েছেন, হলিউডে তিনি প্রতিষ্ঠিত হলেও বলিউডে শুরুর দিকে একাধিকবার বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনকি তার সঙ্গে অনেকেই কাজ করতে চাইতেন না।
হিন্দি চলচ্চিত্রে ষাটটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর হলিউডে ধীরে ধীরে প্রভাব বিস্তার করেন অভিনেত্রী তার। এবিসি সিরিজ কোয়ান্টিকোতে প্রধান ভূমিকায় অভিনয় করেই জায়গা পাকা করেন তিনি হলিউডে। অভিনেত্রী সামাজিক কাজেও দারুণ সক্রিয়।
ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করা তার জন্য ‘ক্ষমতায়ন’ ছিল। একটি ‘ছোট শহরের’ মেয়ে তিনি। কিন্তু আজ যদি তাকে সৌন্দর্য প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়, তিনি কিছুতেই অংশগ্রহণ করবেন না। কেন? অভিনেত্রীর কথায়, আমার বয়স ৪০, আমি মনে কারি না আমাকে কেউ এই প্রতিযোগিতার অংশ হিসেবে মেনে নেবেন। যদিও আমি ৬০ সেকেন্ডের মধ্যে এখনো দ্রুত বুদ্ধিমান উত্তর দিতে পারি।
প্রিয়াঙ্কা বর্তমানে একটি জনপ্রিয় নাম। প্রিয়াঙ্কা মনে করেন, একজন অভিনেতা সব সময় সবাইকে খুশি করতে পারে না।
প্রিয়াঙ্কা বলেন, আপনি কখনোই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভালো হতে পারবেন না। আপনি যা-ই করুন না কেন, সব সময় এমন লোক থাকবে যারা বলবে, ‘আপনি এটি ভুল করেছেন।’ আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। আমি রাজনীতিবিদ নই, আমি একজন বিনোদনকারী, আমি আইন পরিবর্তন করতে পারি না, আমি আইন তৈরি করতে পারি না, তবে আমার প্রভাব আছে।