নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: ৫০০ পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল এবং মানবসম্পদের উন্নয়নে প্রশিক্ষণ কোর্স চালু করবে রেটারি,মানব সেবায় বিভিন্ন প্রজেক্ট চালু।
রোববার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রোটারি গভর্নর এম খায়রুল আলম ২০১৯-২০ সালের বার্ষিক কর্মসূচি ঘোষণাকালে এ তথ্য জানান।
গভর্নর জানান, ২০১৯-২০ বাংলাদেশের জন্য রোটারির একটি কর্মমূখর বছর হবে। এ বছর স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিয়ে সবগুলো রোটারি ক্লাব বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষুশিবির আয়োজন করবে।
রোটারি ফাউন্ডেশনের সহায়তায় এ বছর একটি হাসপাতাল নির্মাণ, দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য ২১০টি বৃত্তি চালু, বৃক্ষরোপণ পক্ষ পালন করা হবে।
গভর্নর বলেন, রোটারি বাংলাদেশসহ সারা বিশ্ব হতে পোলিও নির্মূলে এ পর্যন্ত ১৩০ কোটি ডলার ব্যয় করেছে। এ রোগের প্রাদুর্ভাব রোধে রোটারির প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিশ্বের ২০০ দেশের ১৩ লাখ রোটারিয়ান এবং প্রায় ২ কোটি স্বেচ্ছাসেবক আর্তমানবতার সেবায় কাজ করছেন।
এ বছরের রোটারি থিম নির্ধারণ করা হয়েছে ‘রোটারি কানেক্টস দ্য ওয়ার্ল্ড’। বিশ্বের সব শুভ কাজ ও শক্তিকে একসঙ্গে যুক্ত করে বিশ্বমানবতার সেবায় উদ্বুদ্ধ করতে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রোটারির সাবেক গভর্নর এম জামাল উদ্দীন, কে এম জয়নুল আবেদিন, একেএম শামসুল হুদা, ইশতিয়াক জামান, এএএম শওকত হোসেন, মহাসচিব রফিকুল হাসান প্রমুখ।