ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারত এখনও দল ঘোষণা করেনি। স্বাগতিকরা দল দেয়ার আগেই নিজের পছন্দের স্কোয়াড জানিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া যে দল দিয়েছে, সেখান থেকে তিনজনকে বাদ দিয়েছেন তিনি।
ভারতের এশিয়া কাপের দলে রয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। দলে ব্যাকআপ হিসেবে আছেন সাঞ্জু স্যামসন।
এই দল থেকে তিলক বার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা ও স্যামসনকে বাদ দিয়েছেন সৌরভ। এদের মধ্যে তিলক বার্মা সদ্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন, কৃষ্ণা সুযোগ পেলেও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। সৌরভের ঘোষিত ১৫ জনের দলে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
নিজের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন সৌরভ। বলেছেন, কেউ চোট পেলে তাদের জায়গায় স্ট্যান্ডবাইয়ে থাকা খেলোয়াড় সুযোগ পাবেন। স্ট্যান্ডবাই দলে আছেন তিলক বার্মা, কৃষ্ণা ও যুজবেন্দ্র চাহাল।
গত ২০ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করে ভারত। ওই দল নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সৌরভ। মূলত চাহালের মতো বিশ্বমানের একজন লেগ স্পিনারকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।