শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ বার পঠিত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো তিন নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে গত দুই মাসে জেলায় ডেঙ্গুতে ২৭ জন মারা গেছেন। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে মৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের মো. জাফর শেখের স্ত্রী রাজিয়া (৫০), ফরিদপুরের কানাইপুরের সুধীর শিকদারের স্ত্রী চন্দনা (৫০) এবং ভাঙ্গার মালিগ্রাম এলাকার সাত্তার বেপারীর স্ত্রী আছিয়া (৫০)।

শুক্রবার সকালে ডেঙ্গুতে তিন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। তিনি জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে হাসপাতালটিতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত আরো ১০০ রোগী ভর্তি হন। বর্তমানে হাসপাতালটিতে এ রোগে ৩০৪ জন রোগীর চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ৬৬৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৮৯৫ জন। এরমধ্যে সাত হাজার ২০১ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com