কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুইটি অস্ত্রসহ মো. আরিফ উল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
আটককৃত আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি একটি উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওতে কর্মরত।
পুলিশ সুপার জানান, সোমবার রাতে কক্সবাজার শহরের বাঁকখালী নদী সংলগ্ন ৬ নম্বর জেটি ঘাট এলাকায় মহেশখালী থেকে নিয়ে আসা অস্ত্রের একটি চালান নিয়ে কতিপয় লোকজন অবস্থান করছে- এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা কাঁধে ব্যাগ বহনকারী সন্দেহজনক এক যুবককে দেখতে পেয়ে ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুইটি বন্দুক উদ্ধার করা হয়। এসব অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন তিনি। আটককৃত যুবককে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।