আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই আম কুড়াতে গিয়ে নিহত হন। এছাড়াও আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ১৬ মে দুপুরে মালদহের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।
এসময় পুরোনো মালদহের একটি আম বাগানে আম কুড়াতে গিয়েছিলেন বেশ কয়েকজন। সেসময় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- চন্দন সাহানি, মনোজিৎ মণ্ডল ও রাজ মৃধা।
এদিন মালদহের গাজোলে আদিনা আমবাগানে বজ্রপাতে অসিত সাহা নামক একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়।
মানিকচক ব্লকে প্রাণ গেছে রানা শেখ ও শেখ সাবরুল নামের দুই শিশুর ও অতুল মণ্ডল নামক এক বৃদ্ধের। রতুয়া থানা এলাকায় বৃষ্টির মধ্যে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় সুমিত্রা মণ্ডল নামে এক নারীর।
হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশাডাঙ্গা গ্রামে চাষের কাজ করতে গিয়ে স্বামী-স্ত্রী নয়ন রায় ও প্রিয়াঙ্কা রায়ের মৃত্যু হয়।
এছাড়া ইংলিশ বাজারে পঙ্কজ মণ্ডল নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বজ্রপাতে নিহতদের পরিবারকে ২ লক্ষ রুপি করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।