রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চলে গেছে ভারত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় যুবারা।

এশিয়া কাপের দশম আসরে আগের বার প্রথমবারের মতো কাপ জিতেছিল বাংলাদেশ। সেবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে বিশাল ব্যবধানে হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ এবং পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১১৬ রান করে অলআউট হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারুফ মৃধার তোপের মুখে পড়ে পাকিস্তান। ফর্মে থাকা পাক দুই ওপেনারকেই সাজঘরে ফেরান মারুফ। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিয়াজউল্লাহকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক সাদ বেইগ। পাকিস্তানের পুরো ইনিংসে সেটিই ছিল সর্বোচ্চ রানের জুটি।

সাদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইকবাল ইমন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থেকে ৩৭ ওভারে অলআউট হয় পাকিস্তান। সাতে নামা ফারহান ইউসুফ ৩২ রান না করলে ১০০ পেরোনোই মুশকিল হয়ে যেত পাকিস্তানের জন্য। এটিই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন রিয়াজউল্লাহ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইকবাল ইমন। দুটি উইকেট পেয়েছেন মারুফ মৃধা। একটি করে উইকেট গেছে আল ফাহাদ এবং দেবাশিস দেবার ঝুলিতে।

যুব এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষে ১১৭ রানের লক্ষে হেসেখেলেই জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুব দল। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অপরাজিত ৬১ রানে সহজেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ।

পাকিস্তানি যুবাদের লক্ষ্য তাড়ায় টাইগারদের শুরুটা ছিল খুবই ধীরগতির। অবশ্য পাকিস্তানি বোলারদের বোলিং তোপও ছিল দেখার মতো। ফলে প্রথম ৪ ওভারে বাংলাদেশ মাত্র ৪ রান তোলে। ষষ্ঠ ওভারে দলীয় ২০ রানে আউট হয়ে যান ওপেনার কালাম সিদ্দিকী অ্যালেন। ১৪ বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার জাওয়াদ আবরার ১৭ রানে বিদায় নেন দলীয় ২৪ রানে। এর পর ধীর ধীরে হাত খুলেন অধিনায়ক তামিম। শেষপর্যন্ত তার ঝড়ো ফিফটিতে জয় তুলে নেয় বাংলাদেশ। ৪২ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তামিম। তার বীরত্বপূর্ণ ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার।

অন্যদিকে, আজ দ্বিতীয় সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চলে গেছে ভারত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় যুবারা। ফাইনালের মেগা আসরে মুখোমুশি হবে বাংলাদেশ ও ভারত।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৭ ওভারে ১১৬ (উসমান ০, শাহজাইব ০, রিয়াজউল্লাহ ২৮, সাদ ১৮, নাভিদ ২, হারুন ১০, ফারহান ৩২, ফাহাম ৮*, উমার ১, সুবহান ০, রাজা ০; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ১-০-১১-০, দেবাশিস ২-১-৭-১)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com