মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে জাকের পার্টি ছাত্রফ্রন্ট জেলা শাখার গণ ইফাতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২১ মার্চ শুক্রবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুম কবির, ছাত্রফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক ও পৌরসভার সভাপতি মোঃ অপু সারোয়ার, সহ সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত আলী লিটন, পৌর শাখার সাধারণ সম্পাদক মাহাফুজ আল আকাশ, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক জীবন, পৌর প্রচার সম্পাদক মো: ইসমাইল, সদর থানার সিনিয়র সহ-সভাপতি রাসেল সোহরাব, প্রচার সম্পাদক আতিক সহ বিন্নি থানা ও উপজেলা নেতৃবৃন্দ। শহরের বিভিন্ন এলাকার প্রায় ৭ শতাধিক মানুষজন ইফতার মাহফিলে অংশ নেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার দন্ডপাল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: সাদ্দাম হোসেন।