সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

খরুচে বোলিংয়ে লজ্জার রেকর্ড গড়লেন শামি

  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন শ্রেয়াস আইয়ার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও ব্যাট হাতে পাঞ্জাব কিংসকে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি। তার ৮২ রানের ইনিংসে ভর করেই হায়দরাবাদকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে পাঞ্জাব।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নামা শামি ৪ ওভারে কোনো উইকেট না নিয়ে দেন ৭৫ রান।

এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান দেওয়া বোলিং ফিগার। চলতি আসরেই ৭৬ রান দিয়ে শীর্ষে আছেন ইংলিশ পেসার জফ্রা আর্চার। এর আগে ভারতীয়দের মধ্যে রেকর্ড ছিল মোহিত শর্মার (৪ ওভারে ৭৩ রান) নামে, এবার তা পেছনে ফেললেন শামি।

শুরুটা ভালোই করেছিলেন তিনি—প্রথম তিন বলে দেন মাত্র ২ রান। কিন্তু এরপরেই ছন্দপতন। প্রথম ওভারের শেষ তিন বলে প্রভসিমরান সিং মারেন টানা তিন চার। দ্বিতীয় ওভারে আবার ৩টি ছক্কা ও একটি চারে আসে ২৩ রান।

তৃতীয় ওভারে কিছুটা নিয়ন্ত্রণে ছিলেন (১১ রান), তবে শেষ ওভারে স্টয়নিস একাই তুলে নেন ২৭ রান, যার মধ্যে ছিল শেষ চার বলে চারটি ছক্কা!

চার ওভারে মোট ৭টি ছক্কা ও ৬টি চার হজম করেন শামি। তার এই দুঃস্বপ্নের স্পেলেই পাঞ্জাব কিংস ২০ ওভারে ৬ উইকেটে তোলে ২৪৫ রান। দলের পক্ষে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৮২ ও স্টয়নিস ১১ বলে অপরাজিত ৩৪ রান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com