অধিকারের আত্মহুতি- হাফিজুর রহমান শফিক
আমি রাজনীতি বুঝিনা, কুটনীতিতে আগ্রহ নেই মোটেও,
কে মেয়র হবে কে মন্ত্রী হবে এ বিষয়ে আমার কোনো লাভ বা ক্ষতি নেই বিন্দু মাত্র।
খালেদার কেনো জেল হলো শেখ হাসিনা কেনো প্রধানমন্ত্রী ?
এসব কিছুই আমাকে পিড়া দেয়না।
আমাকে ভীষণ রকম পিড়ায় ব্যাথিত করে শুধু রেনুর মত মাকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায়,
আমার অন্তর আত্মা রক্তাক্ত হয় যখন এই সমাজে ৬ মাসের শিশু ধর্ষিত।
যখন ডেঙ্গু মশার মত ক্ষুদ্র একটা প্রানির কামর ঠেকাতে আমার রক্ষা কর্তারা ব্যার্থ হয়।
বানভাসি মানুষ না খেয়ে মরার অবস্থায়, রাষ্ট্রের নির্ধারকরা সেটা না ভেবে বরং জনতার মৌলিক চাওয়াগুলোকে গুজব বলে তিরস্কার করে…।
আমি এমন সব কষ্টে লজ্জায় এতটাই লজ্জিত হই যে মাঝে মাঝে ইচ্ছে করে পল্টনের মোরে দাড়িয়ে কেরোসিন গায়ে ঢেলে আত্মহত্যা করি আর ক্ষণিক আগে চিৎকার করে জনতাকে বলি আমি বিদ্রোহী জনতা।
এ রাষ্ট্র আমার মৌলিক চাহিদাকে অবহেলায় ধর্ষিত করেছে আমার ইজ্জত বাঁচাতে এই আত্তহুতি!!