মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

‘পদ্মার প্রেম’মুক্তি পাচ্ছে আইরিনের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ২৭০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: একবার আইরিনের একটা ছবি বেশ আলোচিত হয়েছিলো। ছবিটিতে তাকে দেখা যাচ্ছিলো এক বয়স্ক নারীর বেশে। পরে জানা যায়, ‘পদ্মার প্রেম’ নামের একটি সিনেমা এমন বেশেই হাজির হবেন নায়িকা। সেই পদ্মার প্রেম সিনেমাটি এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

হারুন-উজ-জামান পরিচালিত সিনেমাটি একসঙ্গে বাংলা, ওড়িয়া ও ভোজপুরি ভাষায় নির্মিত হয়েছে। চলতি বছর ২০ সেপ্টেম্বর ‘পদ্মার ভালোবাসা’ নামে সিনেমাটি মুক্তি পায় কলকাতায়। এবার ‘পদ্মার প্রেম’ নামে আগামী ১ নভেম্বর সিনেমাটি বাংলাদেশের হলে মুক্তি পেতে যাচ্ছে।

এ প্রসঙ্গে আইরিন বলেন, “কলকাতায় মুক্তির পর সিনেমাটি নিয়ে ভালো সাড়া পেয়েছি। অনেকে প্রশংসা করেছেন। এবার আমার নিজ দেশে ১ নভেম্বর ‘পদ্মার প্রেম’ মুক্তি পেতে যাচ্ছে।’

আইরিন আরও বলেন, ‘এতে গ্রাম বাংলার একটি গল্প দর্শক দেখতে পাবেন। পদ্মা নামের গ্রামের চঞ্চল এক তরুণীর চরিত্রে আমি অভিনয় করেছি। আবার এই ছবিতে বৃদ্ধার বেশেও হাজির হয়েছি। বৃদ্ধার লুকে আমাকে প্রথমে দেখে অনেকেই চিনকে পারেননি। সুন্দর একটি গল্পের সিনেমা। আশা করি সবার ভালো লাগবে।’

এতে আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন-অভিনেতা সুমিত সেনগুপ্ত, সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রনায়ক আলেকজান্ডার বো, চিত্রনায়িকা মুনমুনসহ অনেকে।

আইরিন অভিনীত মুক্তি প্রতীক্ষায় আরও রয়েছে বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’, সাইফ চন্দনের ‘টার্গেট’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’ এবং অরণ্য পলাশর ‘গন্তব্য’ সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com