শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ইয়েমেনে প্রতি ১২ মিনিটে এক শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ২০৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সামরিক অভিযান কবলিত মধ্যপ্রাচ্যেরে দেশ ইয়েমেনে প্রতি ১২ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার নিউইয়র্কে এক বক্তৃতায় জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমের (ইউএনডিপি) পরিচালক আখিম স্টেইনার এ তথ্য জানান।

ইউএনডিপি) পরিচালক আখিম স্টেইনার বলেন, প্রতি ১২ মিনিটে পাঁচ বছরের কম বয়সী একটি ইয়েমেনি শিশুর মৃত্যুর এমন পরিসংখ্যান দেশটিতে সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে। খাদ্য, সুপেয় পানি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এসব শিশু প্রাণহানি ঘটছে বলে জানান তিনি।

জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপ মহাসচিব মার্ক লোকক সম্প্রতি বলেছেন, ইয়েমেন বর্তমানে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে।

সংযুক্ত আরব আমিরাতসহ আরও কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে দেশটির সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। তাতে এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com