টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকরা। রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় রশি টানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
অবরোধে অংশ নেওয়া শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ বাস চলাচল বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছেন। অথচ এ সময়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা প্রতিদিন যাত্রী বোঝাই করে চলাচল করছে।
গণপরিবহন শ্রমিক শরিফ বলেন, ‘সব যানবাহন চলছে। শুধু বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এতে করে আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। তাই সবাই মিলে রশি টানিয়ে সড়ক অবরোধ করেছি।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘তাদের সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।’