মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ব্যাট নিলামে তুলছেন গিবস

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৪৪ বার পঠিত

১৪ বছর আগে তার এই ব্যাটেই উঠেছিল ঝড়। ওয়ানডেতে চারশ রান তাড়া করে স্মরণীয় এক জয় পেয়েছিল হার্শেল গিবসের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া সেই ম্যাচের ব্যাট নিলামে তুলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। লক্ষ্য, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহ করা। ২০০৬ সালের মার্চে জোহানেসবার্গের সেই ম্যাচে ৪৩৫ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১ উইকেটে, ১ বল হাতে রেখে। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের সেই রেকর্ড টিকে আছে এখনও। ১১১ বলে ১৭৫ রান করে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন গিবস। তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি সাজানো ছিল ২১ চার ও ৭ ছক্কায়। ব্যাটটি এতদিন সযতেœ রেখে দিয়েছিলেন গিবস। করোনাভাইরাসের প্রকোপের চরম দুঃসময় মোকাবেলায় প্রিয় ব্যাটটি নিলামে তোলার কথা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ৪৬ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com