ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনের জেলা বাজাউরের একটি মাঠে স্থানীয় পর্যায়ের ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে অন্তত ১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া হতাহত হয়েছেন আরও অনেকে।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানি জনপ্রিয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে এই খবর।
বাজৌর জেলা পুলিশের কর্মকর্তা ওয়াকাস রফিক পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, বিস্ফোরণটি একটি তাৎক্ষণিক বিস্ফোরক যন্ত্রের (আইইডি) মাধ্যমে ঘটানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।
পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর হামলাকারীরা কোয়াডপ্টারের সাহায্যে একটি থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিলেন। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়ে থাকতে পারে।
গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সরবকাফ। ধারণা করা হচ্ছে, পাল্টা জবাব দিতেই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে টিটিপি।
সূত্র: এনডিটিভি