বিনোদন ডেস্ক: করোনা সংক্রমণ রোধে মঞ্চ নাটকের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
ঘরবন্দি সময়টা কাজে লাগানোর জন্য ভার্চুয়াল প্ল্যাটফর্ম বেছে নিয়েছে বিভিন্ন নাটকের দল। তারই ধারাবাহিকতায় অ্যাক্টরস স্টুডিওর মাধ্যমে নাটকের দল বটতলা অনলাইনভিত্তিক থিয়েটার ক্লাসের আয়োজন করেছে।
আজ রোববার রাত ৮টায় বটতলার ফেসবুক পেজ থেকে সরাসরি এই ক্লাস প্রচার হবে। ২ ঘন্টা ব্যাপী এ ক্লাসে প্রশিক্ষক/আলোচক হিসেবে থাকবেন থিয়েটার অঙ্গনের ব্যক্তিসহ বিষয় সংশ্লিষ্ট গুণী ব্যক্তিরা। এসময় থিয়েটারের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। এছাড়া থাকবে প্রশ্নোত্তর পর্ব। ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত।
আয়োজক সূত্রে জানা গেছে—আজ রাত ৮টায় থিয়েটারে শরীরী ভাষা বিষয়ে ক্লাস নিবেন পারভীন সুলতানা কলি। ৮টা ৪০ মিনিটে কণ্ঠস্বর ও উচ্চারণ বিষয়ে ক্লাস নিবেন মেহেদী হাসান। রাত ৯টা ২০ মিনিটে অভিনেতার চরিত্র নির্মাণ বিষয়ে আলোচনা করবেন শাহাদাৎ হোসেন। অনলাইন ক্লাসে যুক্ত হতে ক্লিক করুন: https://www.facebook.com/BotTala-a-performance-space-858035080903865/