কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মিরাজুল পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিরুল ইসলামের ছেলে।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, বিকাল ৪টর দিকে কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার কাছে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।