গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর বেশকিছু এলাকায় আজ বুধবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।
এতে জানানো হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের কারণে কচুক্ষেত, গলফ ক্লাবের পশ্চিম পার্শ্ব, ক্যান্টনমেন্টের ভেতর ১-১১ নম্বর রোড এলাকায় বুধবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।