বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মালাইকার নাম শুনেই হতবাক অর্জুন!

  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩ বার পঠিত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা অর্জুন কাপুর, ভূমি পেডনেকার এবং রকুল প্রীত সিংকে একটি সিনেমার প্রমোশনে একসঙ্গে দেখা যায়। যেখানে ভিড়ের মধ্যে থেকে হঠাৎ ভেসে আসে মালাইকার নাম। এমন অদ্ভুত ঘটনায় অবাক মঞ্চে উপস্থিত তারকারাও।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভূমি, অর্জুন এবং রকুল মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ জোরে চিৎকার করে বলে ওঠেন মালাইকা। নামটা শুনে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান অর্জুন।

তারপর রকুল প্রীতও অর্জুনের দিকে তাকিয়ে হাসতে শুরু করেন। তবে অর্জুন নিজেকে সামলে নেন। এমন একটা অভিব্যক্তি তার, যেন কিছু শুনতেই পারছেন না। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অর্জুন কাপুরের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের কাছ থেকেও একের পর মজার কমেন্ট আসতে থাকে। কেউ লিখেছেন, ‘রকুল প্রীতের মুখের দিকে তাকান, দেখুন কেমন মুচকি হাসছেন।’ কারও প্রশ্ন, ‘অর্জুন কেন কোনও প্রতিক্রিয়া জানাচ্ছেন না?’

প্রসঙ্গত, মালাইকা এবং অর্জুন ২০১৮ সালে ডেটিং শুরু করেছিলেন। যদিও তারা কখনও সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দেখে সকলেই বুঝতে পারতেন তাদের মধ্যে সম্পর্ক কতটা গভীর।

প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতেন এবং একে অপরের জন্মদিনও পালন করতেন। তাদের প্রেমের বেশ কিছু ঝলক সবসময়ই ভক্তদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com