বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জুলাই অভ্যুত্থানের চেতনায় জেমসের উন্মুক্ত কনসার্ট, থাকছেন অন্যরাও দুবাইয়ে বাংলাদেশের দলের সঙ্গে তামিম ইকবাল ইউরোপের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকা উচিত নয় : ফ্রান্স ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরতের নির্দেশ মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: উপদেষ্টা নাহিদ ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরতের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উত্তরায় প্রকাশ্যে পথচারী দম্পতির উপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত চক্রের ৫ জন গ্রেফতার ক্ষমতার মোহে স্বৈরাচার হবার চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: আমিনুল হক

দুবাইয়ে বাংলাদেশের দলের সঙ্গে তামিম ইকবাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। দুবাইয়ে প্রথম ম্যাচেই টাইগারদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত।

বড় প্রতিপক্ষের বিপক্ষে লড়াই। তার আগের দিন দলকে মানসিকভাবে বেশ চাঙাই দেখা গেলো রাতের ডিনারে। অনেকেরই জানা ছিল, দলের সঙ্গে দুবাইয়ে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।এক বছরেরও কম সময়ে তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি।

অন্যদিকে, আসরে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়টাও গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে গতকাল দলের সঙ্গে কিছুটা সময় কাটালেন, উজ্জ্বীবিত করার চেষ্টা করলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দুবাইতে শান্ত-মুশফিকদের সঙ্গে দেখা করার পর দলের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে দলকে শুভেচ্ছা জানিয়ে তামিম লেখেন, ‘আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তারা ভালো করবে। বাংলাদেশ দলকে শুভকামনা।

এর আগে দলের সঙ্গে নৈশভোজও করতে দেখা গেছে তামিমকে। সবমিলিয়ে দলকে মানসিকভাবে চাঙা রাখতেই এমন প্রয়াস তামিমের।

শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতার কথা। সঙ্গে আরও যোগ করেন, ‘জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই দলের প্রধান লক্ষ্য হলো- জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এ জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের ম্যাচটি আজ (বৃহস্পতিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com