ক্রীড়া ডেস্ক: ভারতের স্মৃতি মান্ধানাকে সরিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। আজ নারী ক্রিকেটারদের ওয়ানডে র্যাংকিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দুই ধাপ এগিয়ে ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় আছেন সিভার-ব্রান্ট। এক ধাপ পিছিয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন ভারতের ব্যাটার মান্ধানা। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। মান্ধানার চেয়ে তিনি পিছিয়ে আছেন ৩ পয়েন্ট।
ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সিভার-ব্রান্ট। এর আগে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ও ২০২৪ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত চূড়ায় ছিলেন তিনি।
৩২ বছর বয়সী এই অলরাউন্ডার গত সপ্তাহে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় খেলেন ১০৫ বলে ৯৮ রানের ইনিংস। যদিও ম্যাচটি ১৩ রানে হেরে যায় ইংল্যান্ড। সিরিজ হারে তারা ২-১ ব্যবধানে।
ওই ম্যাচে সেঞ্চুরি করে ভারতের জয়ের নায়ক হারমানপ্রিত কৌর র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ১০ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক।
মেয়েদের ওয়ানডে বোলার ও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন যথাক্রমে ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।