মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধীদের বিচারে আমরা অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করুন : এসআইদের প্রতি ডিএমপি কমিশনার আ.লীগের বিচারের আগে নির্বাচন নয়: জামায়াত আমির মান্ধানাকে টপকে শীর্ষে ফিরলেন সিভার-ব্রান্ট যেভাবে ১৪০ থেকে ৫০ কেজি ওজন কমান বলিউডে তারকা অর্জুন কাপুর জন্মহার বাড়াতে প্রতি শিশুকে ৫০০ ডলার ভর্তুকি দেবে চীন ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত: আলী রীয়াজ বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার জুলাই ঘোষণাপত্রে ঐকমত্যের চেষ্টা চলছে : মাহফুজ আলম জুলাই মাসের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৩.৬ শতাংশ বেড়েছে

২৫ জানুয়ারি শুরু হচ্ছে শিক্ষার্থীদের কেবিনেট নির্বাচন

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৩৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন শুরু হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি (শনিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

জানা গেছে, ২০২০ সালে মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ থেকে দশম শ্রেণি) ও দাখিল মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আয়োজন করা হবে। তবে অন্য কোনো পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান যেমন- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং আলিম, ফাজিল ও কামিল মাদরাসা এ নির্বাচনের আওতায় বিবেচিত হবে না।

তফসিল অনুযায়ী, ১৪ জানুয়ারি থেকে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মনোনয়নপত্র আহ্বান করা হবে। ১৬ জানুয়ারি মনোনয়নপত্র জমা নেয়া হবে। যাচাই বাছাই শেষে ১৮ জানুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

১৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং ওইদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং বিকেলে ফল ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচন’র আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রদর্শন, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করাসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়।

২০১৬ সাল থেকে সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। আনন্দঘন ও উৎসবের মধ্য দিয়ে এ নির্বাচন আয়োজন করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com