টিপুঃ ডি এন সি সির ৪৫ নং ওয়ার্ডের সার্বজনীন মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের্ সরকার দলীয় কাউন্সিলর প্রার্থী হয়েছেন উত্তরখান থানা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর জয়নাল আবেদিন। গত নির্বাচনে তিনি আওয়ামিলীগের প্রভাবশালী দুই প্রার্থীর চেয়েও বেশি ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়ে নবগঠিত এ ওয়ার্ডে বসবাসরত সর্বস্তরের জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন।
এ ওয়ার্ডের প্রথম কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়ে তিনি ।তার মেধা ও প্রজ্ঞা দিয়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৪৫ নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসেবে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন।
স্থানীয়রা জানান তরুন প্রজন্মের উদিয়মান সফল, সৎ ও যোগ্য এ নেতার মেধার নেতৃত্যে আগামীতে এ ওয়ার্ড এর জনগন আরো বেশি সুফল পাবে। অবহেলিত ৪৫ নং ওয়ার্ডে বসবাসরত গরীব অসহায় নির্যাতিত জনগনের দুঃখ দুর্দশা অত্যন্ত কাছ থেকে জেনে সমাধানের চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখার কারণে দলমত নির্বিশেষে আপামর জনসাধারনের কাছে বিশ্বস্থ ও জনপ্রিয় জয়নাল জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার দৃঢ়প্রত্যয় নিয়ে ভোটারদের কাছে দেয়া নানাবিধ প্রতিশ্রুতি পালন করেছেন বলে জানায় এলাকাবাসি। তিনি গত সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে জনকল্যাণে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক মুক্ত ডিজিটাল ওয়ার্ড গঠন, পানি নিস্কাশনের ব্যবস্থা, রাস্তা ঘাট মেরামত, বিদুৎ ও গ্যাস সমস্যা সমাধানে এলাকার সর্বস্তরের জন সাধারণকে সাথে নিয়ে কাজ করার কারনে ৪৫ নং ওয়ার্ডের জনগন তাকে বিপুল ভোটের ব্যবধানে আবারও কাউন্সিলর নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে।