সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

স্মৃতিশক্তি বাড়ানোর উপায়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২২৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: স্মৃতিশক্তি এমন একটি বিষয় যেটি ছাড়া মানুষ অনেকটায় অচল। আজকের বিশ্বে মানব সভ্যতা যে উন্নয়নের দেখা পেয়েছে তার অন্যতম একটি কারণ হল মানুষের মস্তিষ্কের ক্ষমতা। কিন্তু, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের স্মৃতিশক্তি কম যে কারনে বিশ্ব মানবতার একটা অংশ উন্নতির শিখরে পৌঁছাতে পাড়ছে না।

এবার আসুন জেনে নিই, স্মৃতিশক্তি বাড়ানোর উপায়…

মানসিক চাপ কমান: নানা মানসিক চাপের মধ্যে বিষণ্ণতা মানুষের মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এটি মনোযোগের ক্ষমতা কমিয়ে ফেলে। সেসঙ্গে রক্তে করটিসলের লেভেল বাড়িয়ে দেয়। আর করটিসলের লেভেল বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়।

নিয়মিত ব্যায়াম করুম: কেবল শরীরকে সচল রাখা নয়, মস্তিষ্ককে সচল রাখতেও কাজ করে ব্যায়াম। তাই নিয়মিত ব্যায়াম করুন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল থাকবে।

পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন: একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। ভালো ঘুম আপনার মস্তিষ্ককে অধিক কার্যকরী করে তোলে। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন।

মস্তিষ্কের জন্য ঠান্ডা ঘরই ভালো: গরমের চেয়ে ঠান্ডায় স্মৃতিশক্তি এবং মনোযোগ তিনগুণ বেশি থাকে৷ এ কথা জানান নিউ সাউথ ওয়েল্স বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ান মনোবিজ্ঞানী প্রফেসার ইয়োসেফ ফোরগাস৷ এছাড়া ঠান্ডা ঘর মাথাকেও ঠান্ডা রাখে, তাই ঘরের তাপমাত্রা কখনো ২১ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা ঠিক নয়, জানান তিনি৷

গল্প শেষ থেকে শুরু করুন: একটি গল্প পড়ে পুরো গল্পটা মনে রাখুন৷ এবার শুরু থেকে না বলে শেষ বা পেছন থেকে গল্পটা মনে করতে থাকুন৷ এই পন্থা মস্তিষ্কের কোষগুলোকে সচল তো রাখবেই, করবে আরো শক্তিশালী৷

বিপরীত হাত ব্যবহারের অভ্যাস: যাঁরা ডান হাতে সব কিছু করেন, তাঁরা বাঁ হাতে আর যাঁরা বাঁ হাতে সব কিছু করেন, তাঁরা ডান হাতে সপ্তাহে অন্তত একবার সব কাজ করার চেষ্টা করুন৷ অর্থাৎ উল্টো হাতে খাওয়া-দাওয়া, দাঁতব্রাশ করা বা অন্যান্য টুকটাক ঘরের কাজ করার অভ্যাস করতে পারেন৷ এতেও ব্রেন সচল থাকে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com