রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

১৩ বছর পর ফাইনালে বাংলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ২০২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : আট-আটবারের চ্যাম্পিয়ন কর্ণাটককে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলা (পশ্চিমবঙ্গ)। সবশেষ ২০০৭ সালে তারা ভারতের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদাকর রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিল। অবশ্য সেবার তারা রানার্স-আপ হয়েছিল। সবশেষ ১৯৯০ সালে তারা জিতেছিল রঞ্জি ট্রফির শিরোপা। সেবার বাংলার হয়ে অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির। বর্তমানে তিনি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি। ৩০ বছর পর বাংলার ক্রিকেটাররা পারবে কি গাঙ্গুলির হাতে শিরোপা তুলে দিতে?

কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলা ও কর্ণাটক। বাংলা ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১২ রান সংগ্রহ করে। এরপর কর্ণাটককে ১২২ রানে অলআউট করে। ১৯০ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা অলআউট হয়ে যায় ১৬১ রানে। তাতে তারা লিড পায় ৩৫১ রানে।

৩৫২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ চতুর্থ দিনেই ১৭৭ রানে অলআউট হয়ে যায় কর্ণাটক। ১৭৪ রানের জয়ে ১৩ বছর পর ফাইনালে চলে যায় বাংলা। বাংলার মুকেশ কুমার ৬১ রানের বিনিময়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট শিকার করে ফাইনালে তোলেন দলকে।

৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল কর্ণাটক। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৭৯ রান তুলতেই বাকি ৭টি উইকেট হারায়।৯ মার্চ ফাইনালে গুজরাট অথবা সৌরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com