বিনোদন ডেস্ক : অসহায়-দুস্থদের সহায়তার জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতারা।
এই উদ্যোগে বাংলাদেশের নির্মাতাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিদেশি পরিচালকরা। তারই ধারাবাহিকতায় ‘ফিল্ম ফর হিউমিনিটি’ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ’।
এই আয়োজনের সঙ্গে যুক্ত প্রযোজক ও নির্মাতা জসীম আহমেদ বলেন, ‘‘একজন চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্রই তার সম্বল। তাই নিজেদের তৈরী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ ও অন্যান্য দেশের চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে গড়ে তোলা হয়েছে ‘ফিল্ম ফর হিউমিনিটি’।’’
জসীম আরো বলেন, ‘এই প্ল্যাটফর্মে জমা হওয়া চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভিমিয়োতে প্রদর্শিত হবে। সেখানে অন ডিমান্ড রেন্টাল সিস্টেমে একজন দর্শক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে চলচ্চিত্রগুলো দেখতে পারবেন। চলচ্চিত্রের প্রদর্শনী হতে প্রাপ্ত অর্থের পুরোটাই দেওয়া হবে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে। এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষ ও প্রাণীদের কাছে খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন।’
প্রদর্শনীর জন্য ২৫টি চলচ্চিত্র জমা পড়েছে। আগামী ১০ মে পর্যন্ত চলচ্চিত্র সংগ্রহ করা হবে। ১-৩০ মে পর্যন্ত এই চলচ্চিত্র প্রদর্শনী চলবে।