দক্ষিণখান প্রতিনিধি: দক্ষিণখান গাওয়াইর এলাকায় ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এ্যাড. সাহারা খাতুন এমপির পক্ষ্যে কেসি ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব খসরু চৌধুরী এলাকার গরীর ও অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রানঘাতি করোণা ভাইরাসের কারণে ঘর বন্দী অসহায় ছিন্নমূল, দিনমুজুর,রাস্তায় ভাসামান মানুষ, রিকশা চালক,ভিক্ষুক,বেকার পরিবহন শ্রমিক, ও অতি দরিদ্র বস্তিবাসীদের মাঝে ইতিপূর্বে কয়েক দফা খাদ্য সামগ্রী বিতরণ করে জনমনে সমাদৃত হয়েছেন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠু ও অনান্য নেত্রী বৃন্দ ।