বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যুব শক্তি স্মারকলিপি দিলো সিইসিকে

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ বাতিলের দাবিতে প্রতিবাদী অবস্থান ও নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ যুব শক্তি।

রোববার (১৯ জুলাই) গণনেতৃত্ব বিকাশে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০’র বি ধারাসহ রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ বাতিল চেয়ে নির্বাচন কমিশনের সামনে যুব শক্তি প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচি শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মতামত চেয়েছেন। আমরা বাংলাদেশ যুব শক্তি মনে করি, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০’র বি ধারাসহ রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ গণনেতৃত্ব বিকাশের অন্তরায়। এই আইনের অধিকাংশ ধারা উপ-ধারায় বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।

যুব শক্তির আহ্বায়ক বলেন, স্বাধীন নির্বাচন কমিশন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম স্তম্ভ। আমাদের প্রত্যাশা দেশে সুস্থ ধারার গণতন্ত্রের চর্চা বজায় রাখতে, গণনেতৃত্ব বিকাশে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আইনের ৯০’র বি ধারাসহ রাজনৈতিক দলের নিবন্ধন আইন ২০২০ বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিশন।

প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব শক্তির উপদেষ্টা কণিক চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক এন. ইউ. আহমেদ, মো. রাসেল, নুরুল ইসলাম বিপ্লব, মো. রাশেদ, আসিফ সালমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com