নিউজ ডেস্ক: ডেনমার্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে আল্লামা সিদ্দিকীকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি ২০১৫ সালের এপ্রিল থেকে তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি বুলগেরিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ায়ও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
আল্লামা সিদ্দিকী দশম বিসিএস (পররাষ্ট্র মন্ত্রণালয়) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি লন্ডন, ইসলামাবাদ, কলকাতা ও টোকিওতে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি লাভ করেন। পরে তিনি জাপানে ভাষার ওপর প্রশিক্ষণ কোর্স করেন।