সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশে কোন জঙ্গি নেই ; স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন

করোনার প্রাদুর্ভাবে আতঙ্কে আছে হোয়াইট হাউজের কর্মীরা

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৪৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: করোনার প্রাদুর্ভাবের পর হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে কর্মীরা মাসের পর মাস্ক ছাড়াই কাজকর্ম করেছিলেন। এবার ট্রাম্পের করোনায় আক্রান্তের পর আতঙ্কের মধ্যে আছেন তারা। তাদের আশঙ্কা প্রেসিডেন্ট নিজেই যদি করোনায় আক্রান্ত হতে পারেন তাহলে তাদেরও আক্রান্তের সম্ভাবনা রয়েছে। রোববার এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, মানুষ আতঙ্ক ও উদ্বেগে ‘তাদের মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে।’

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হোয়াইট হাউজের কর্মীদের প্রথম আতঙ্ক তাদের করোনায় সংক্রমণ নিয়ে। তাদের দ্বিতীয় আতঙ্ক নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় নতুন করে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয় কিনা।

হোয়াইট হাউজের কর্মীদের মধ্যে আতঙ্ক-উদ্বেগ বাড়ার আরেকটি কারণ ট্রাম্পের অসুস্থতার মাত্রা। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস জানিয়েছেন, শুক্রবার ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে সরকারিভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, আসলে বাস্তব পরিস্থিতি তারচেয়েও গুরুতর ছিল। ওইদিন ট্রাম্পের জ্বর বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমছিল। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ট্রাম্পের সহযোগীদের অনেকেই ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ শনিবার তার সার্বক্ষনিক কর্মকর্তা নিকোলাস লুনা করোনায় আক্রান্ত হন। মাস্ক পরতে অনিচ্ছুক প্রেসিডেন্টের আশেপাশে থাকা কর্মীদের মধ্যে এরপর কে করোনায় আক্রান্ত হন সেই আতঙ্ক কাজ করছে হোয়াইট হাউজে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের কর্মকর্তা বলেন, ‘আমরা করোনাভাইরাস নিয়ে কথা বলতে চাইনি, আর এখন আমরা করোনাভাইরাস নিয়ে কথা বলছি। পরিস্থিতি বলছে : তিনি দেশকে রক্ষা করতে সক্ষম নন। এমনকি তিনি নিজেকেও রক্ষা করতে সক্ষম নন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com