শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জাতীয় সংসদ ভবন চত্বরে গাছের চারারোপণ করলেন এমপিরা

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবন চত্বরে চারারোপণ করেছেন চারজন সংসদ সদস্য (এমপি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বেনজীর আহমদ এবং মো. আফতাব উদ্দিন সরকার সংসদ ভবন চত্বরে চারারোপণ করেন।

চারারোপণ শেষে রেলপথ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী উদ্যোগ মুজিববর্ষে চারারোপণ। একটি দেশকে এগিয়ে নেওয়ার জন্য গাছের সংখ্যা বাড়ানো খুবই সহায়ক।

আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী বলেন, দেশব্যাপী চারারোপণের কর্মসূচি গুরুত্ব পেয়েছে।

বেনজীর আহমদ বলেন, সংসদ এলাকায় চারারোপণ করতে পেরে আমি আনন্দিত। মানুষের বেঁচে থাকার উপাদান হিসেবে গাছ প্রকৃতির এক বিশেষ অবলম্বন।

মো. আফতাব উদ্দিন সরকার বলেন, সংসদ ভবন এলাকায় আমরা যে চারারোপণ করছি, পরবর্তী প্রজন্ম এর সুফল পাবে। তিনি নিজ নির্বাচনী এলাকায় পঁচিশ হাজার চারারোপণ করেছেন বলে জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি চারারোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন চত্বরে এ কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com