আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য ভারতের দক্ষিণের একটি গ্রামে পূজা হয়েছে। আজ মঙ্গলবার তামিলনাডুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামে এ পূজা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী অবশ্য দাবি করেছে, ট্রাম্পের বিজয়ের জন্য ৫০ লাখ হিন্দুর সমর্থন রয়েছে। প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনকে সামাল দিতে ভারতের স্বার্থেই ট্রাম্পের বিজয় প্রয়োজন বলে মনে করেন তারা।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরুর আগেই থুলাসেন্দ্রাপুরাম গ্রামের বাসিন্দারা বিশেষ প্রার্থনার জন্য মন্দিরের সামনে জড়ো হন। স্থানীয় এক রাজনীতিবিদ পূজার অংশ হিসেবে মূর্তির ওপর দুধ ঢেলে দেন।
তিনি জানান, এই পূজার সংবাদ সংগ্রহের জন্য ১৫টিরও বেশি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে সাংবাদিকরা এসেছিলেন।
রাজধানী শতাধিক মাইল দূরের এই গ্রামটিতে হিন্দুত্ববাদী দল হিন্দুসেনারা ২৪ জনেরও বেশি সদস্য গেরুয়া কাপড় পরে অগ্নিপূজা করেছে এবং ট্রাম্পের বিজয়ের জন্য স্লোগান দিয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা বিষ্ণু গুপ্ত রয়টার্সকে বলেছেন, ‘ট্রাম্পে পাশে থাকলেই কেবল ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং তিনি যতদিন প্রেসিডেন্ট থাকবেন ততদিন চীন ও পাকিস্তানকে দূরে রাখা যাবে।’