বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

পাঞ্জাবের বিপক্ষে ধোনির ‘অগ্নিপরীক্ষা’

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১৮৮ বার পঠিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব জয় পেলেও হেরেছে চেন্নাই। তাই এই ম্যাচটি ধোনিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাহেন্দ্র সিংহ ধোনির সামনে চাপমুক্ত হওয়ার অগ্নিপরীক্ষা। প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব আছে দারুণ ছন্দে। লোকেশ রাহুল, গেইল, পুরানের মতো বিধ্বংসী সব ব্যাটসম্যান নিয়ে সাজানো পাঞ্জাবের একাদশ।

ধোনিদের সামনে চ্যালেঞ্জ থাকছে আরও একটি। সেটি হলো ঘরের মাঠে নয় প্রথম রাউন্ডের বেশ কয়েকটি ম্যাচ খেলতে হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। যেখানে চেন্নাইয়ের মাঠের মতো স্পিন সহায়ক হবে না বলেই ধারণা করা হচ্ছে। তাই পেস বোলারদের নিতে হবে বাড়তি প্রেশার।

তবে শুধু চেন্নাই নয়, বোলারদের নিয়ে চাপে আছেন প্রতিপক্ষের অধিনায়ক লোকেশ রাহুলও। প্রথম ম্যাচে হারলেও ক্যাপ্টেন কুল হিসেবে খ্যাত ধোনির ঘুরে দাঁড়ানো সময়ের ব্যাপার মাত্র।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, দিপক হোডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, জেই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রাইলে মেরিডিথ, মোহাম্মদ শামি ও আর্শদ্বিপ সিং।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গাইকওয়াড/রবিন উথাপ্পা, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি, স্যাম কুরান, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর ও দিপক চাহার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com