প্রকৃতির বৈরী আচরণে আকাশ ধূসর হয়ে সুনামগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ ছাড়া জেলার দোয়ারাবাজার, তাহিরপুর, ধর্মপাশা, ছাতক, জামালগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় হালকা বৃষ্টিপাত হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। পরে বৃষ্টি হালকা হয়ে দীর্ঘ ৩০ মিনিট ঝরে।
এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সুনামগঞ্জের আকাশ ছিল বেশকিছুটা মেঘাচ্ছন্ন। সূর্যের কড়া আলোর দেখা মেলেনি সকাল থেকে দুপুর পর্যন্ত।
স্থানীয়রা জানান, সকালের বৃষ্টিতে সড়কে বিভিন্ন নিচু পয়েন্টে পানি জমে; তবে জলাবদ্ধতা হয়নি। টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ার কারণে রাস্তাঘাট ধুলাবালিতে আচ্ছন্ন ছিল। অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রবাহে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়। তারপর দীর্ঘ ৫ মাস প্রতিক্ষার পরে বুধবার বৃষ্টি হলো। এতে বিভিন্ন পাড়া মহল্লার শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে দেখা যায় বলে জানান তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, এই বৃষ্টি ধানের জন্য খুব উপকারী। পানির ছোঁয়া পেয়ে ধানের চারা দ্রুত বড় হবে ও গুচ্ছ ছড়াবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সকালে সুনামগঞ্জের বেশকিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এখনো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।