সোমবার, ২০ মে ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবুল গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে ডাকাতির ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাবুল শেখ ওরফে ভ্যান বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান।

গ্রেফতারকৃত বাবুল শেখ ওরফে ভ্যান বাবলু মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের খলিল শেখের ছেলে। তার বিরুদ্ধে আদালতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা বিচারাধীন।

পুলিশ সুপার জানান, গত ১৫ নভেম্বর রাতে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন দুষ্কৃতকারী শিবালয়ের জাফরগঞ্জ বাজারে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে তিনটি জুয়েলারি, দুইটি মোবাইলের দোকান এবং চারটি মুদি দোকানে ডাকাতি করে। এ সময় সাত ভরি সাত আনা সোনা, ৬৫০ ভরি রূপা, ১৪টি মোবাইল ফোন এবং নগদ এক লাখ ৬১ হাজার ২০০ টাকাসহ মোট ১৭ লাখ ২২ হাজার ২০০ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় শিবালয় থানায় ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে একটি মামলাটি করা হয়। এরপর ডাকাতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতিতে অংশগ্রহণকারী ডাকাত বাবুল শেখ ওরফে ভ্যান বাবুলকে বুধবার ভোরে মুন্সীগঞ্জের গজারিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল শেখ ওরফে ভ্যান বাবুল ঘিওর থানার একটি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

শিবালয় থানার ওসি শাহ্ নূর এ আলম জানান, গত ১৫ নভেম্বর শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজারে ডাকাতির ঘটনায় অন্য একটি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাবুল শেখ ওরফে ভ্যান বাবলুকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, ১ ও ২ ডিসেম্বর আরো দুইজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com